Monday, September 22, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollসূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নয়া জিএসটি, জাতির উদ্দেশে ভাষণে মোদি
Narendra Modi

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নয়া জিএসটি, জাতির উদ্দেশে ভাষণে মোদি

নয়া জিএসটিতে চাকুরিজীবী থেকে ব্যবসায়ী সকলে সুবিধা পাবে

ওয়েবডেস্ক-  আজ বিকেল পাঁচটা ঠিক ঘড়ির কাঁটা মেনে জাতির উদ্দেশে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । উৎসবের আবহে (Festive Mood) আগামীকাল থেকে কমছে জিএসটি, দেশবাসীকে নয়া জিএসটিতে (GST) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । নতুন প্রজন্মের কথা ভেবে জিএসটি সংস্করণের সিদ্ধান্ত নেওয় হয়েছে।

এদিন মোদি বলেন, কাল থেকে নয়া জিএসটি কার্যকর হবে, নয়া জিএসটিতে সুবিধা হবে মানুষের। উৎসবের এই আবহে মানুষের কোটি কোটি মানুষের জীবনে খুশি আসবে, সবাইকে শুভেচ্ছা।

দেশকে বিকাশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৭ জিএসটি বদল শুরু করেছিল দেশ। এক পুরনো ইতিহাস বদলে নয়া ইতিহাস গড়েছে দেশ। তখন দেশের মানুষ পুরনো করের আওতায় ছিলেন। সব জায়গায় করের আলাদা নিয়ম ছিল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নয়া জিএসটি। ব্যবসায়ী চাকুরীজীবী সবাই উপকৃত হবেন। দেশজুড়ে জিএসটি সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী বলেন, এটি সাশ্রয়ের উৎসব। ভারতকে আত্ম নির্ভরতার পথে এগিয়ে যেতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে কর কাঠামোতে এই পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে করের বোঝা ছিল দেশবাসীর উপরে, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নয়া জিএসটি। নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতায় নয়া পদক্ষেপ।

এদিন জিএসটির কথা বলতে গিয়ে স্বদেশীর সময় নিয়ে গর্ব করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, একসময় যেমন স্বদেশীর জামা কাপড়ের উপর ভরসা করত দেশবাসী, সেইভাবেই আত্মনির্ভরতায় ভারতকে এগিয়ে যেতে হবে। আপনারা সবাই গর্বের সঙ্গে বলুন, আমরা স্বদেশী, আমরা স্বদেশী পণ্য ব্যবহার করি।

আরও পড়ুন- এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন!

প্রধানমন্ত্রী বলেন, যখন কেন্দ্র আর রাজ্য একসঙ্গে কাজ করবে তখন ভারত আরও এগিয়ে যাবে। জিএসটি-তে এখন শুধু দুটো ধাপই থাকবে। একটা ৫ শতাংশ ও অন্যটা ১৮ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। মানুষের সঞ্চয় বাড়বে। সাধারণ মানুষের জীবনে এই জিএসটি আনন্দ নিয়ে আসবে। এই উৎসবের আবহে নতুন নতুন জিনিস ক্রয় করতে পারবে সাধারণ মানুষ।

দেখুন ভিডিও –

Read More

Latest News